বাসস
  ১৯ সেপ্টেম্বর ২০২৪, ২১:১২

ঢাবিতে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে ৪ শিক্ষার্থী আটক

ঢাকা, ১৯ সেপ্টেম্বর, ২০২৪ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে ৪ শিক্ষার্থীকে আটক করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রোক্টর প্রফেসর সাইফুদ্দিন আহমেদ বাসসকে বলেন,‘বিশ্ববিদ্যালয়ের প্রোক্টোরিয়াল টিম ৪ জনকে তাদের হল থেকে আটক করে শাহবাগ থানায় হস্তান্তর করেছে।’
আটককৃতরা হলো-ছাত্রলীগ ফজলুল হক মুসলিম হল শাখার বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সাবেক উপ-সম্পাদক, পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জালাল আহমেদ, ভূগোল বিভাগের শিক্ষার্থী আল হোসেইন সাজ্জাদ, মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ সুমন মিয়া এবং পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের (আইএনএফএস) মোস্তাকিন শাকিন। 
বুধবার রাতে ফজলুল হক মুসলিম হলে বেদম প্রহারে তোফাজ্জল হোসেন (৩০) নামে এক যুবকের মৃত্যুর ঘটনায় এরআগে বিশ্ববিদ্যালয় প্রশাসন থানায় হত্যা মামলা দায়ের করেছে উল্লেখ করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাবুদ্দিন শাহীন বলেন,বিশ্ববিদ্যালয় এস্টেট অফিসের এক সুপারভাইজার মোহাম্মদ আমানুল্লাহ এই মামলা দায়ের করেন।