শিরোনাম
সুনামগঞ্জ, ১৯ সেপ্টেম্বর, ২০২৪ (বাসস) : সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টায় সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা সদরে নিজ বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয়। সুনামগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলির ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়।
সুনামগঞ্জ সেনাবাহিনীর অধিনায়ক লে. করকর্নেল ল নাফিজ ইমতিয়াজ বলেন, পুলিশ একজনকে আজ রাতে গ্রেফতার করেছে বলে জানতে পেরেছি। এটা পুলিশ প্রশাসনের নিয়মিত মামলার আসামি গ্রেফতারের অংশ হিসেবেই করা হয়েছে।