বাসস
  ২০ সেপ্টেম্বর ২০২৪, ১২:২৯

পুলিশের অতিরিক্ত ডিআইজি মশিউর রহমান আটক

ঢাকা,২০ সেপ্টেম্বর, ২০২৪ (বাসস): পুলিশের অতিরিক্ত ডিআইজি মশিউর রহমানকে বৃহস্পতিবার রাতে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে আটক করেছে গোয়েন্দা পুলিশ( ডিবি)। ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া এন্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি)
মুহাম্মদ তালেবুর রহমান  এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বৃহস্পতিবার রাতে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে নিউ মার্কেট থানার একটি মামলায় তাকে আটক করা হয়।