শিরোনাম
কুড়িগ্রাম, ২০ সেপ্টেম্বর, ২০২৪ (বাসস): জেলার নাগেশ্বরী উপজেলার নেওয়াশী থেকে ৩২ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মফিজুল ইসলামকে(৪০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে গেয়েন্দা পুলিশ।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমীন আজ জানান, জেলার গোয়েন্দা শাখার(ডিবি) একটি চৌকস টিম বৃহস্পতিবার রাতভর অভিযান পরিচালনা করে। অভিযানে নাগেশ্বরী উপজেলার নেওয়াশী ইউনিয়নের গাগলা বলদীটারী(মাস্টারপাড়া) গ্রামের বাড়ি থেকে মফিজুল ইসলামকে ৩২ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ আটক করে।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে কুড়িগ্রামের নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।