বাসস
  ২০ সেপ্টেম্বর ২০২৪, ১৫:৪৩

বরগুনায় ‘গ্লোবাল ডে অফ ক্লাইমেট স্ট্রাইক’ পালিত

বরগুনা, ২০ সেপ্টেম্বর, ২০২৪ (বাসস) : ‘জীবাশ্ম জ্বালানি মুক্ত ভবিষ্যতের জন্য লড়াই’ এই স্লোগানে জেলার পাথরঘাটা উপজেলায় বিষখালী নদীর পাড়ে আজ ‘গ্লোবাল ডে অফ ক্লাইমেট স্ট্রাইক’-২০২৪ পালন করা হয়েছে।
সুইডেন সরকারের অর্থায়নে মানুষের জন্য ফাউন্ডেশন, একশন-এইডের সহযোগিতায় ক্রিয়া ও একশন ফর ট্রান্সফরমেশন প্রকল্পের আওতায় জলবায়ু ন্যায্যতা এবং জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধে শুক্রবার বেলা সাড়ে ১১ টায় ‘গ্লোবাল ডে অফ ক্লাইমেট স্ট্রাইক’ পালিত হয়।
ক্লাইমেট স্ট্রাইকে গ্রিণ হাউস গ্যাস নিঃসরণ কমানো, জ্বালানি নীতিতে নারীদের অবস্থান সুদৃঢ় করা, ন্যায্যতার ভিত্তিতে জলবায়ু তহবিল বৃদ্ধি ও তাতে ভুক্তভোগী দেশগুলোর অভিগম্যতা সহজীকরণ দাবিতে ইয়ুথ সদস্যরা বর্ণিল পোস্টার ফেস্টুন নিয়ে কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
ঘন্টাব্যাপী কর্মসূচিতে উপস্থিত থেকে বক্তৃতা করেন সাংবাদিক শফিকুল ইসলাম খোকন, ক্রিয়া প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী তাজমেরী লিখন ও একশন এইডের প্রতিনিধি লিমন বিশ্বাস এবং প্রকল্পের কর্মকর্তাগণ।