শিরোনাম
ঢাকা, ২০ সেপ্টেম্বর, ২০২৪ (বাসস) : আয়কর আইনজীবী নিবন্ধন পরীক্ষা-২০২৪ এ অংশ নিতে রেজিষ্ট্রেশন করে যোগ্য প্রার্থীদের আবেদন করতে হবে আগামী ২৯ সেপ্টেম্বরের মধ্যে।
বিসিএস কর একাডেমীর পরিচালক ও কর আইনজীবী বাছাই কমিটির সদস্য সচিব মোঃ হাফিজ আল আসাদ স্বাক্ষরিত এ সংক্রান্ত বিস্তারিত একাডেমির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
বিসিএস কর একাডেমির বিজ্ঞপ্তি অনুযায়ী শিক্ষাগত যোগ্যতার চাহিদা পূরণ করে পরীক্ষায় পাস করে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়কর আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হয়ে এ পেশায় সম্পৃক্ত হওয়া যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আয়কর আইন ২০২৩ এর ধারা ৩২৭ এবং আয়কর বিধিমালা ১৯৮৪–এর বিধি ৩৭ অনুযায়ী কর আইনজীবী হিসেবে তালিকাভুক্তির জন্য আগ্রহী প্রার্থীরা নির্ধারিত ছকে অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদন করার যোগ্যতা-দেশে-বিদেশের যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আইন/কর/হিসাববিজ্ঞান বিষয়সহ বাণিজ্যে ডিগ্রি/উচ্চতর অডিটিংসহ ব্যাংকিং বিষয়ে ডিগ্রি/ডিপ্লোমা ইন ট্যাকসেশনসহ যেকোনো বিষয়ে ডিগ্রি/উচ্চতর অডিটিংসহ ব্যাংকিং ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে।
আয়কর আইনজীবী হতে ১০০ নম্বরের লিখিত পরীক্ষা যাতে ৫০ পেলে উত্তীর্ণ হওয়া যায়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণের পর মৌখিক ৫০ নম্বর, এখানে পাস নন্বর ২৫।
http://bcsta.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে বিস্তারিত নিয়মাবলী অনুসরণ করে আবেদন ও রেজিষ্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করা যাবে।