বাসস
  ২১ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫৮

নাটোরে গণমাধ্যম কর্মীদের সঙ্গে বিএনপি’র মতবিনিময়

নাটোর, ২১ সেপ্টেম্বর, ২০২৪ (বাসস) : জেলায় কর্মরত গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছে বিএনপি’র নেতৃবৃন্দ। শুক্রবার রাত ৯টায় স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপমন্ত্রী ও বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য এডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
জেলা বিএনপি’র আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চুর’র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন এবং সদস্য সচিব রহিম নেওয়াজ। সভায় বক্তারা বলেন, দুর্নীতি এবং দুঃশাসনে ধ্বংসস্তুপের উপরে দাঁড়িয়ে থাকা এ দেশকে নতুন করে গড়ে তুলতে হবে। এ লক্ষ্যে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। গণমাধ্যম কর্মীরা স্বাধীনভাবে দায়িত্ব পালন করবেন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন, এটিএন বাংলা’র জুলফিকার হায়দার জোসেফ, প্রথম আলো’র মুক্তার হোসেন, এনটিভি’র হালিম খান, সময় টিভি’র আল মামুন প্রমুখ।