বাসস
  ২১ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৫৯

আন্দোলনে আহতদের চিকিৎসা সহায়তায় চীনের মেডিকেল টিম আসছে কাল 

ঢাকা, ২১ সেপ্টেম্বর, ২০২৪ (বাসস): গত জুলাই-আগস্ট বিক্ষোভে গুরুতর আহত ব্যক্তিদের উন্নত চিকিৎসা সহায়তায় আগামীকাল রোববার ঢাকা আসছে চীনের একটি জরুরি মেডিকেল টিম। 
ঢাকায় চীনা দূতাবাস জানিয়েছে,অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের অনুরোধে বেইজিং এ দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। 
দূতাবাসের এক কর্মকর্তা জানিয়েছেন-চীনের শীর্ষস্থানীয় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ওয়েস্ট চায়না হসপিটালের ১০ জন বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে গঠিত টিমটি কুনমিং থেকে বেলা ১টা ৩৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। 
মেডিকেল টিমের কার্যক্রম সম্পর্কে দূতাবাস আগামীকাল বিস্তারিত জানাবে বলেও উল্লেখ করেন তিনি। 
বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনসহ স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা টিমটিকে  বিমানবন্দরে স্বাগত জানাবে।’