বাসস
  ২২ সেপ্টেম্বর ২০২৪, ২০:০৪

প্রধান উপদেষ্টার পক্ষে দেড় কোটি টাকার অনুদানের চেক গ্রহণ ত্রাণ উপদেষ্টার

ঢাকা, ২২ সেপ্টেম্বর, ২০২৪ (বাসস) : অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার পক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক-ই-আজম, বীর প্রতীক ১ কোটি ৫৪ লাখ ১৮ হাজার ৭৮০ টাকার অনুদানের চেক গ্রহণ করেছেন।
আজ রোববার বিকেলে মন্ত্রণালয়ের নিজ দপ্তরে এসব অনুদানের চেক গ্রহণ করেন তিনি।
অনুদান প্রদানকারী প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে- এস এম সি এন্টারপ্রাইজ লিমিটেড ১ কোটি, যমুনা বিল্ডাস লিমিটেড ৪৫ লাখ, স্টার সিরামিকস লিমিটেড ৮ লাখ ৩৫ হাজার ৭৮০ টাকা ও সাফা ফাউন্ডেশন, ঢাকা ৮৩ হাজার টাকা।
এ সময় উপদেষ্টা বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানান।