বাসস
  ২৩ সেপ্টেম্বর ২০২৪, ১৭:০৫

নাটোরে ৩৬৯টি মণ্ডপে দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতি

নাটোর, ২৩ সেপ্টেম্বর, ২০২৪ (বাসস): জেলায় এবছর ৩৬৯টি মণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হবে। আজ সোমবার সকালে এক প্রস্তুতি সভায় এ তথ্য জানানো হয়। 
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন- ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. মাছুদুর রহমান। বক্তব্য রাখেন- সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মুক্তাদির, অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম, জেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট খগেন্দ্র নাথ রায় প্রমুখ। 
সভায় আগামী ৯ থেকে ১৩ অক্টোবর যথাযোগ্য মর্যাদা ও সুষ্ঠুভাবে দুর্গাপূজা উদ্যাপনের লক্ষ্যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এতে বলা হয়- প্রত্যেক মণ্ডপে শান্তি-শৃংখলা সমুন্নত রাখতে মণ্ডপের নিজস্ব নিরাপত্তা কর্মী নিয়োগ, পুলিশ ও আনসার বাহিনী সহযোগে নিরাপত্তা নিশ্চিত করা, সম্ভব হলে প্রত্যেক মণ্ডপে সিসিটিভি স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 
এছাড়া জেলা ও উপজেলা পর্যায়ে সার্বক্ষণিক নিয়ন্ত্রণ কক্ষ এবং ভ্রাম্যমাণ পর্যবেক্ষণ টিম কাজ করবে।