শিরোনাম
লালমনিরহাট, ২৩ সেপ্টেম্বর ২০২৪ (বাসস): জেলায় আজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় এবং শহীদ পরিবারকে নগদ অর্থ প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
আজ সোমবার সকালে লালমনিরহাটের পুরাতন জেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
লালমনিরহাট জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আতাউর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি আবু তাহেরের সঞ্চালনায় এ সভায় প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।
এ সময় জামায়াতে ইসলামী লালমনিরহাট জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও লালমনিরহাটের পাঁচজন শহীদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
পরে প্রতিটি শহীদ পরিবারকে নগদ একলাখ টাকা প্রদান করা হয়।