শিরোনাম
ঢাকা, ২৪ সেপ্টেম্বর, ২০২৪ (বাসস): স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী কক্সবাজার জেলার চকরিয়ায় দায়িত্ব পালনকালে গুরুতর আহত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
আজ এক শোকবার্তায় উপদেষ্টা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, আহত সেনা কর্মকর্তা তানজিম ছারোয়ার নির্জন (২৩) কক্সবাজার জেলার চকরিয়া থানায় যৌথ বাহিনীর অভিযান পরিচালনাকালে ডাকাত দলের সদস্যের হামলায় গুরুতর হন।
তিনি আজ ভোর আনুমানিক ৪ টা ৫০মিনিটের দিকে চকরিয়া মালুমঘাটস্থ খ্রিস্টান মিশনারি হাসপাতালে ইন্তেকাল করেন।
মৃত্যুকালে তিনি মা, বাবা ও এক বোন-সহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।