শিরোনাম
বগুড়া, ২৫ সেপ্টেম্বর ২০২৫ (বাসস): জেলায় আজ বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহত ও অসুস্থদের এককালীন চিকিৎসা সহাতার চেক প্রদান করা হয়েছে।
আজ বুধবার বিকাল ৩ টায় জেলা প্রশাসকের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সহায়তার চেক বিতরণ করা হয়।
বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজা এসব সহায়তার চেক বিতরণ করেন।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মেজবাউল করিম, জেলায় সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক এ এস এম কাওসার রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র- জনতার আন্দোলনে আহত ও অসুস্থ ৪২ জনের প্রত্যেককে পাঁচহাজার টাকা করে মোট দুইলাখ দশহাজার টাকার অনুদানের চেক প্রদান করা হয়।