শিরোনাম
বরগুনা, ২৬ সেপ্টেম্বর, ২০২৪ (বাসস): জেলায় আজ শিক্ষার্থীদের সঙ্গে ভোক্তা অধিকার নিয়ে সচেতনতা সভা করা হয়েছে।
বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের সুবর্ণজয়ন্তী সম্মেলন কক্ষে বেলা ১১ টায় শিক্ষার্থীদের অংশগ্রহণে ভোক্তা অধিকার আইন, ২০০৯ বাস্তবায়নে সচেতনতামূলক সভাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বরগুনার জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম।
প্রধান অতিথির বক্তব্য রাখেন ভোক্তা অধিকার অধিদপ্তর ঢাকার প্রধান কার্যালয়ের পরিচালক মুহাম্মদ আসাদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন বরগুনার পুলিশ সুপার মো, ইব্রাহিম খলিল, সিভিল সার্জন ডা. প্রদীপ চন্দ্র মন্ডল। জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর এবং জেলা প্রশাসন আয়োজিত এ সভায় শিক্ষার্থীদের পাশাপাশি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি,ও সাংবাদিকরা অংশ নেন।
সভা সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক শুভ্রা দাস।