শিরোনাম
ফেনী, ২৬ সেপ্টেম্বর, ২০২৪ (বাসস) : জেলার ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম সীমান্তে পৃথক ৪ অভিযানে ১ কোটি ৬২ লাখ ৭৬ হাজার ৮০০ টাকা সমমূল্যের চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) সদস্যরা।
অবৈধ উপায়ে দেশে আনা এসব জব্দ পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় শাড়ী-কাপড়, চিনি এবং ওষুধ। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় অভিযানের তথ্য বিজিবির ফেনী ব্যাটালিয়ন সূত্র নিশ্চিত করেছে। এসব পণ্য আটককালে জড়িতদের পাওয়া যায়নি।
বিজিবির তথ্য সূত্র জানায়, বুধবার রাতভর সীমান্তবর্তী একাধিক স্থানে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। গোয়েন্দা সংবাদের ভিত্তিতে ছাগলনাইয়ার সীমান্তবর্তী জয়নগরে গভীর রাতে বিশেষ অভিযানে নেতৃত্ব দেন ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন। এসময় স্থানীয় খায়রুলের পরিত্যক্ত ঘর হতে ৫ হাজার ৮৩০ কেজি চিনি, ১৮ বস্তা ভারতীয় কাপড় এবং বাড়ির বাগান হতে আরো ২৮ বস্তা ভারতীয় কাপড় উদ্ধার করা হয়েছে। এসব পণ্যের আনুমানিক মূল্য ১ কোটি ৩৩ লাখ ৩৫ হাজার ৫শ টাকা। বুধবার সন্ধ্যায় একই উপজেলায় বিজিবির মধুপুর বিওপির টহল দল সীমান্তবর্তী সেক্রেটারির বাগান নামক স্থান হতে ২০ লাখ ২ হাজার টাকা মূল্যের ৪ বস্তা অবৈধ ভারতীয় কাপড় উদ্ধার করে। আজ ভোরবেলা পরশুরামের তুলতলী হতে সুবারবাজার বিওপির টহলদল ৭ লাখ ৭ হাজার ৩শ টাকা মূল্যের অবৈধ ভারতীয় ওষুধ উদ্ধার করেছে। ফুলগাজীতে রাত আড়াইটার দিকে তারাকুচা বিওপির টহল দল সীমান্তবর্তী ফেনাপষ্কুরুনী এলাকা হতে ২ লাখ ৩২ হাজার টাকা মূল্যের দুই বস্তা ভারতীয় কাপড় উদ্ধার করেছে।
বিজিবি ফেনী ব্যাটালিয়ন সূত্র জানায়, আটক চোরাচালান পণ্য স্থানীয় শুল্ক দপ্তরে জমা দেওয়ার কার্যক্রম চলছে।