বাসস
  ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১০:০৯

শরীয়তপুরে বিশ্ব পর্যটন দিবস পালিত

শরীয়তপুর, ২৭ সেপ্টেম্বর, ২০২৪ (বাসস): “পর্যটন শান্তির সোপান ” প্রতিপাদ্যে শোভাযাত্রা  ও আলোচনা সভার মধ্যদিয়ে শরীয়তপুর জেলা প্রশাসনের  আয়োজনে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে।
আজ শুক্রবার সকাল ৮টায় শোভাযাত্রা শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) সাদিয়া জেরিনের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতির  জিএম মো. আলতাব হোসেন, জেলা তথ্য কর্মকর্তা শাহীন মিয়া, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহেল রানা ও মো. আসিফ হায়দার প্রমূখ।
এছাড়াও রোভার স্কাউটসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীগণ এতে অংশগ্রহণ করে।
আলোচনায় বক্তারা বাংলাদেশের পর্যটনকে কাংখিত লক্ষ্যে পৌঁছাতে সবাইকে আন্তরিকভাবে ও স্বতঃস্ফূর্তভাবে কাজ করার আহবান জানান। তারা বলেন-পর্যটন শুধু জাতীয় আয়ই বৃদ্ধি করে না, দেশের ভাবমূর্তিও আন্তর্জাতিক বিশ্বে উজ্জ্বল করে।