বাসস
  ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩১

হবিগঞ্জে বিশ্ব পর্যটন দিবস পালিত

হবিগঞ্জ, ২৭ সেপ্টেম্বর, ২০২৪ (বাসস): জেলায় র্যা লি ও আলোচনা সভার মধ্যদিয়ে বিশ্ব পর্যটন দিবস পালন করা হয়েছে।আজ শুক্রবার সকাল ৯টায় জেলা প্রশাসনের উদ্যোগে একটি র‌্যালি শহরে বের হয়। র্যা লি শেষ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন-অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাশু সোম মোহন। অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পিয়াঙ্কা পাল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পূর্বিতা চাকমা, ডা. শরীফ মোহাম্মদ সানিজদ, হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. নুরুল ইসলাম, হবিগঞ্জ মটর মালিক গ্রুপের সভাপতি মো. ফজলুর রহমান, বিয়াম ল্যাবরেটরি স্কুলের অধ্যক্ষ রওশন আরা চৌধুরী, শিক্ষার্থী আহমেদ ইমতিয়াজ ও শেখ ফারহানা হোসাইন মাইশা প্রমুখ।
সভায় প্রধান অতিথি বলেন, শিক্ষার্থীদের আত্মত্যাগের বিনিময়ে নতুন স্বাধীন দেশ সৃষ্টি হয়েছে। সবাইকে নতুন স্বাধীনতা ধরে রাখতে হবে। তিনি বলেন, পর্যটনখাত উন্নয়ন করতে সবাইকে মিলেমিশে কাজ করতে হবে। এ জন্য পর্যটনদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তিনি বলেন, জেলার পর্যটন কেন্দ্রগুলো মানসম্মত হিসেবে গড়ে তোলতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
পরে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়।