বাসস
  ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩৯

রাঙ্গামাটিতে বিশ্ব পর্যটন দিবস: পার্বত্য চট্টগ্রামের পর্যটন সম্ভাবনাকে কাজে লাগানোর আহবান

রাঙ্গামাটি, ২৭ সেপ্টম্বর, ২০২৪ (বাসস): পার্বত্য চট্টগ্রামের পর্যটন সম্ভাবনাকে কাজে লাগানোর আহবান জানিয়ে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে রাঙ্গামাটিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পর্যটন শান্তির সোপান এই প্রতিপাদ্যে রাঙ্গামটি পর্যটন হলিডে কমপ্লেক্সের উদ্যোগে শুক্রবার সকাল ১০টায় পর্যটন হলিডে কমপ্লেক্সের  সম্মেলন কক্ষে বিশ্ব পর্যটন দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত  হয়।
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খোন্দকার রিজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন- জেলা ট্যুরিস্ট পুলিশ সুপার মহিউল ইসলাম, নেজারত ডেপুটি  কালেক্টর মো. শামীম হোসাইন, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ফজলুল হক, জেলা শিক্ষা অফিসার মৃদুল কান্তি তালুকদার, পর্যটন হলিডে কমপ্লেক্সের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রাম হচ্ছে পর্যটন সম্ভাবনাময় একটি অঞ্চল। পাহাড়ের এই পর্যটন সম্ভাবনাকে কাজে লাগানোর পাশাপাশি পার্বত্য এলাকাকে আধুনিক পর্যটন নগরীতে পরিনত করতে সবাইকে এগিয়ে  আসার আহবান জানানো হয়।