বাসস
  ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৮
আপডেট  : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫৩

নাটোরে পর্যটনের অপার সম্ভাবনাকে কাজে লাগানোর আহ্বান

নাটোর, ২৭ সেপ্টেম্বর, ২০২৪ (বাসস): ‘পর্যটন শান্তির সোপান’-এই প্রতিপাদ্যে শুক্রবার নাটোরে বিশ্ব পর্যটন দিবস পালন করা হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভা প্রধানের দায়িত্ব পালন করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. মাছুদুর রহমান।
সভায় বক্তারা বলেন, নাটোরের প্রেক্ষাপটে পর্যটন অপার সম্ভাবনাময় খাত। এই সম্ভাবনাকে কাজে লাগাতে রাণী ভবানী রাজবাড়ি, উত্তরা গণভবন, চলনবিল, হালতিবিলসহ জেলার সব পর্যটন স্থানগুলোকে পর্যটন-বান্ধব করে তুলতে হবে। পর্যটকদের আবাসন, পরিবহন এবং গুণগতমানের খাবার নিশ্চিত করার আহ্বান জানান বক্তারা। এই খাতের বিকাশ ঘটাতে আমাদের নৈতিকতার মান উন্নয়ন প্রয়োজন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ পরিচালক শামসুন্নাহার, জেলা পুলিশের ইন্সপেক্টর আব্দুল জব্বার, ‘সাথী’র নির্বাহী পরিচালক শিবলী সাদিক, উত্তরা গণভবনের হিসাব সহকারী নুর মোহাম্মদ এবং নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন।
সকাল সাড়ে আটটায় আলোচনা সভার আগে কালেক্টরেট ভবন চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।