শিরোনাম
বগুড়া, ২৯ সেপ্টেম্বর ,২০২৪ (বাসস) : জেলার যমুনা নদীতে দ্রুত পানি বাড়ছে । বগুড়ায় যমুনার বৃদ্ধি পেলেও এখনও বিপৎ সীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
গত ২৪ ঘন্টায় সারিয়াকান্দি পয়েন্টে যমুনার পানি ৯২ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে এমন তথ্য দিয়েছে বগুড়া পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী হুমায়ন কবির।রোববার সকাল ৯ টায় সারিয়াকান্দি পয়েন্টে যমুনার পানি বিপৎসীমার ১৮৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এ ভাবে পানি বৃদ্ধি অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ার আশংকা আছে এমনটি জানালেন পাউবো কর্তৃপক্ষ ।
পানি উন্নয়ন বোর্ডের এ কর্মকর্তা আরো জানান, উজানে ভারতে প্রবল বৃষ্টিপাতের কারনে তিস্তা, ব্রহ্মপুত্র নদীর পানিও বৃদ্ধি পেয়েছে। ভারত বাংলাদেশে বৃষ্টিপাত অব্যাহত থাকলে যমুনাতেও পানি বৃদ্ধি পাবে। পানি উন্নয়ন বোর্ড সতর্ক রয়েছে বলে পাউবো কর্তৃপক্ষ জানান।
এ দিতে বগুড়ায় যমুনার পানি বৃদ্ধি পাওয়ার ফলে সারিয়াকান্দি উপজেলার
চরাঞ্চলে পানি প্রবেশ করতে শুরু করেছে। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান, সারিয়াকান্দির চরাঞ্চলের কর্নিবাড়ি, চালুয়াবাড়ি, তেকানি চুকাই নগর, কাজলা ইউনিয়নের নিম্নাঞ্চলে পানি প্রবেশ করেছে।