শিরোনাম
নাটোর, ৩০ সেপ্টেম্বর, ২০২৪ (বাসস) : ‘কন্যা শিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ’-প্রতিপাদ্য নিয়ে আজ জেলায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সকাল ১০টায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ মাছুদুর রহমান।
সভায় বক্তারা বলেন, দেশের সমৃদ্ধির জন্যে সকলের সমান অংশগ্রহণ প্রয়োজন। এক্ষেত্রে কন্যা শিশুদের যথাযথ ভূমিকায় আসীন করতে হবে। এ লক্ষ্যে প্রয়োজন কন্যা শিশুদের সুরক্ষা প্রদান করা, তাদের প্রতি সব রকমের সহিংসতা এবং নির্যাতন রোধ করা।
সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ রওশন আলী, জেলা শিক্ষা অফিসার মোঃ সাহাদুজ্জামান, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক শারমিন শাপলা,‘নীডা’র নির্বাহী পরিচালক জাহানারা বিউটি, ‘আলো’র নির্বাহী পরিচালক শিবলী সাদিক প্রমুখ।
এ উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমি জেলা কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ।