বাসস
  ০১ অক্টোবর ২০২৪, ২০:৩৩

শিশুদের উপযোগী করে রাষ্ট্র গঠন করতে হবে : আলোচনা সভায় বক্তারা

ঢাকা, ১ অক্টোবর ২০২৪ (বাসস): আজকের শিশুই আগামীর ভবিষ্যৎ। একটি নতুন বাংলাদেশ গড়তে হলে শিশুদের উপযোগী করে একটি রাষ্ট্র গঠন করতে হবে। 
আজ বাংলাদেশ শিশু একাডেমির উদ্যোগে একাডেমির সভাকক্ষে শিশু অধিকার সপ্তাহে ‘কেমন বাংলাদেশ চাই’ শীর্ষক আয়োজিত এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।
তারা বলেন, অনেক ক্ষেত্রে পরিবারের সদস্যরা ও মা-বাবা শিশুর মতামতের গুরুত্ব দিতে চান না। এতে শিশুর সিদ্ধান্ত গ্রহণ ও মানসিক স্বাস্থ্যের পরিপূর্ণ বিকাশ হয় না। সেজন্য যেকোন আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে শিশুদের মতামত ও উপলব্ধিকে গুরুত্ব দিতে হবে। এ জন্য শিশুর উন্নয়নে সবার সচেতন হওয়া দরকার। 
সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন,শিশু একাডেমির মহাপরিচালক তানিয়া খান।
এতে সভাপতিত্ব করেন শিশু একাডেমির প্রোগ্রাম অফিসার এ এস এম নাজমুল হক এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন একাডেমির প্রোগ্রাম অফিসার লায়লা আরজুমান বানু। 
তানিয়া খান শিশুদের উদ্দেশ করে বলেন, তোমাদের আলোচনা ডকুমেন্ট হয়ে সরকারের কাছে যাবে। সরকার নিশ্চয়ই বিষয়গুলো বিবেচনা করে দেখবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
মূল প্রবন্ধে শিশু অধিকার সনদ ও শিশু অধিকার আইন কার্যকরভাবে বাস্তবায়ন; ধর্ম, বর্ণ নির্বিশেষে সমান অধিকার প্রতিষ্ঠা; শিক্ষার মানোন্নয়ন ও সবার জন্য সমান শিক্ষার সুযোগ; শিশুদের মতামত প্রকাশের স্বাধীনতা ও তাদের মতামতকে গুরুত্ব দেওয়ার বিষয় তুলে ধরেন। 
তিনি শিশুদের বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে উন্নয়নের পরিকল্পনা গ্রহণের লক্ষ্যে সরকারের প্রতি আহ্বান জানান।