বাসস
  ০২ অক্টোবর ২০২৪, ১৯:১৭
আপডেট  : ০২ অক্টোবর ২০২৪, ১৯:৪৬

কাল ৩ দিনব্যাপী অটিস্টিক শিশুদের আঁকা চিত্রপ্রদর্শনী শুরু

ঢাকা, ২ অক্টোবর, ২০২৪ (বাসস) : আগামীকাল রাজধানীর ধানমন্ডিস্থ শফিউদ্দিন শিল্পালয়ে অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশন (এডব্লিউএফ) পরিচালিত বিশেষায়িত স্কুল কাননের শিক্ষার্থীদের আঁকা চিত্র সম্ভার নিয়ে ৩ দিনব্যাপী চিত্র প্রদর্শনী শুরু হতে যাচ্ছে।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ধানমন্ডি ৪ নং রোডের ২১এ নং বাড়ির দ্বিতীয় তলায় শফিউদ্দিন শিল্পালয়ের শিল্প গ্যালারিতে ৩ থেকে ৫ অক্টোবর ৩ দিনব্যাপী এ প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
একুশে পদকপ্রাপ্ত খ্যাতনামা চিত্রশিল্পী ও কার্টুনিস্ট রফিকুন নবী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চিত্র প্রদর্শনী উদ্বোধন করবেন। এছাড়া বেশ কয়েকজন স্বনামধন্য চিত্রশিল্পী, কার্টুনিস্ট ও মিডিয়া ব্যক্তিত্বসহ আরো অনেকে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
উল্লেখ্য অটিজম ওয়েলফাউন্ডেশন অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশুদের শিক্ষা ও প্রশিক্ষণের পাশাপাশি অটিজম সম্পর্কে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে অত্যন্ত সুসংগঠিত ও বিজ্ঞনসম্মতভাবে ২০০৪ সাল থেকে কাজ করে আসছে।