শিরোনাম
ঢাকা, ৬ অক্টোবর, ২০২৪ (বাসস) : দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষকের পদ সৃষ্টি করে নিয়োগের ব্যবস্থা গ্রহণে লিগ্যাল নোটিশ দেয়া হয়েছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী মো. শহিদুল ইসলাম (মিলন) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ের সচিব এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালকে আজ এ লিগ্যাল নোটিশ প্রেরণ করেন।
নোটিশে বলা হয়, দেশের সকল মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষকের পদ রয়েছে। প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষকের পদ সৃষ্টির প্রয়োজনীয়তা তুলে ধরা হয় নোটিশে।
এতে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষকের পদ সৃষ্টি করা হলে মাদ্রাসা থেকে পাস করা শিক্ষার্থীদের বিপুল কর্মসংস্থান সৃষ্টি হবে। শিশুদের কোমল হৃদয়ে ধর্মীয় মূল্যবোধ ও দেশপ্রেম জাগ্রত হবে। সন্ত্রাস, মাদক ও জঙ্গিবাদ, ইভটিজিংসহ সামজিক অপরাধের প্রতি ঘৃণা তৈরি হবে। জাতির ভবিষ্যত বিনির্মাণের কারিগর শিশুদের নৈতিক, মানবিক ও আদর্শ ভিত্তির উপর গড়ে তোলা সম্ভব হবে।
নোটিশ পাওয়ার ১৫ দিনের মধ্যে ধর্মীয় শিক্ষকের পদ সৃষ্টি করে নিয়োগের ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ করা হয় লিগ্যাল নোটিশে।