শিরোনাম
দিনাজপুর , ৭ অক্টোবর, ২০২৪ (বাসস) : দিনাজপুর বিজিবি সেক্টরের অধীনে ৩টি বর্ডার গার্ড ব্যাটালিনের অধীনন্ত সীমান্ত এলাকায় চলতি বছর সনাতনী ধর্মাবলম্বীদের দুর্গোৎসব ১৫৬ টি মন্ডপে অনুষ্ঠিত হবে ।
দিনাজপুর বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল মোঃ আরিফুল ইসলাম গতকাল রোববার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন,দিনাজপুর বিজিবি সেক্টর অধীনস্ত ৩টি বর্ডার গার্ড ব্যাটেলিয়নে রয়েছে। বিধি অনুযায়ী সীমান্ত এলাকার ৮ কিলোমিটার মধ্য আইন শৃঙ্খলার দায়িত্বে সীমান্তরক্ষী বিজিবি সদস্যদের সরকার নিয়োজিত করেছেন। এ সেক্টরের অধীনে ৩ টি ব্যাটালিয়নে দায়িত্বপূর্ণ এলাকায় চলতি বছর ১৫৬ টি মন্ডপে দুর্গাপুজা উৎসব অনুষ্ঠিত হবে । হিন্দু সম্প্রদায়ের সীমান্তে বসবাসরতদের শান্তিপূর্ণ ভাবে তাদের ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা পালনের জন্য নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি আরো বলেন, দিনাজপুরের সেক্টরের অধীনে, দিনাজপুর বর্ডার গার্ড ব্যাটেলিয়ানে অধীনন্ত এলাকায়, ৬১,ফুলবাড়ী বর্ডার গার্ড ব্যাটালিয়ান এলাকায় ৩৯, এবং জয়পুরহাট বর্ডার ব্যাটেলিয়ন এলাকায়, ৫৬ টিসহ মোট ১৫৬ টিমন্ডপে দুর্গাপূজা প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এখন তাদের আনুষ্ঠানিকতায় পূজা অর্চনার কাজ চলছে। এসব পূজা ম-প গুলোতে নিরাপত্তার দায়িত্বে গত ৫ অক্টোবর থেকে বিজিবি'র ২৩ প্লাটুন সদস্যদের নিরাপত্তার দায়িত্বে মোতায়েন করা হয়েছে। বিজিবি সদস্যরা দুর্গোৎসব প্রতিমা বিসর্জনের শেষ পর্যন্ত দায়িত্বে নিয়োজিত থাকবেন।
,