শিরোনাম
ঢাকা, ৮ অক্টোবর, ২০২৪ (বাসস) : আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী দেশের বিভিন্ন পূজা ম-পে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
এতে বলা হয়, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা যাতে নির্বিঘ্নে উদযাপন করতে পারে সে লক্ষ্যে আজ মঙ্গলবার কমান্ডার খুলনা নৌ অঞ্চল রিয়ার এডমিরাল গোলাম সাদেক বরগুনার ও কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল রিয়ার এডমিরাল মাসুদ ইকবাল চট্টগ্রামের বিভিন্ন স্থানে পূজা মণ্ডপসমূহে গৃহীত নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন। পর্যবেক্ষণকালে তারা পূজা কমিটির সভাপতি, পুরোহিত ও সংশ্লিষ্ট সকলের সঙ্গে মতবিনিময় করেন।
সরকারের নির্দেশনা অনুযায়ী নৌবাহিনীর দায়িত্বপূর্ণ এলাকাসমূহে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব উদযাপনে নিরাপত্তা নিশ্চিতকল্পে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পূজা উপলক্ষ্যে ইতোমধ্যে বাংলাদেশ নৌবাহিনী বিভিন্ন স্থানে টহল ব্যবস্থা জোরদারের পাশাপাশি জেলা ও উপজেলা পর্যায়ে কোস্ট গার্ড, র্যাব, পুলিশ, আনসার ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধির সমন্বয়ে কন্ট্রোল রুম স্থাপন করেছে। সেইসাথে যে কোনো ধরনের নাশকতা কিংবা অপতৎপরতা প্রতিহত করতে দায়িত্বরত নৌ কন্টিনজেন্টসমূহকে প্রস্তুত রাখা হয়েছে।
শারদীয় দুর্গাপূজা উদযাপনে আঞ্চলিক কমান্ডারগণ সকলকে সহযোগিতা ও সম্প্রীতি প্রদর্শনের আহ্বান জানান। এ সময় নৌবাহিনীর প্রতিনিধিবৃন্দের সঙ্গে কোস্ট গার্ড, পুলিশ, র্যাব, আনসার, স্থানীয় প্রশাসনসহ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।