বাসস
  ০৯ অক্টোবর ২০২৪, ১৯:০১
আপডেট : ০৯ অক্টোবর ২০২৪, ১৯:০৩

জয়পুরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দুস্থ মহিলাদের মধ্যে বস্ত্র বিতরণ

জয়পুরহাট, ৯ অক্টোবর ২০২৪ (বাসস): জেলায় আজ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন হিন্দু সম্প্রদায়ের দুস্থ মহিলাদের মধ্যে শাড়ি বিতরণ করা হয়েছে।

আজ বুধবার বিকাল ৫ টায় জয়পুরহাট কেন্দ্রীয় শিবমন্দির চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে এসব শাড়ি বিতরণ করা হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামীর আমীর ডা. ফজলুর রহমান সাঈদ।

এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা জায়াতের সেক্রেটারী গোলাম কিবরিয়া, শহর জামায়াতের আমীর আনোয়ার হোসেন ও সেক্রেটারী আবদুর রহিম, সদর উপজেলা জামায়াতের আমীর মওলানা ইমরান হোসাইন, ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স’র জয়পুরহাট জেলা কমিটির সভাপতি গোলাম মর্তুজা, কেন্দ্রীয় শিবমন্দির কমিটির সাধারণ সম্পাদক রাজ কুমার খেতান, কেন্দ্রীয় শিবমন্দির দুর্গাপুজা উদযাপন কমিটির সভাপতি শ্রী দুর্গা সাহা ও সাধারণ সম্পাদক মিল্টন কুমার কুন্ডু প্রমুখ।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কেন্দ্রীয় শিবমন্দির কমিটির সাধারণ সম্পাদক রাজ কুমার খেতানের উদ্যোগে দুস্থ মহিলাদের মধ্যে এসব শাড়ি বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা জামায়াতে ইসলামীর আমীর ডা. ফজলুর রহমান সাঈদ বলেন, প্রতিটি পূজামন্ডপে পাহারাদার হিসেবে জামায়াতের সদস্যরা কাজ করছেন।