শিরোনাম
মেহেরপুর, ১২ অক্টোবর, ২০২৪ (বাসস): জেলার সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপি নেতারা।
গতকাল শুক্রবার রাত ৯টার দিকে মেহেরপুর পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের নেতৃত্বে বিএনপির নেতৃবৃন্দরা পূজা মণ্ডপ পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সহ-সভাপতি হাবিব ইকবাল, আব্দুস ছামাদ, বিএনপি নেতা ও সাবেক কমিশনার মনিরুল মনি, জেলা জাসাসের সভাপতি মাহফুজুর রহমান অশেষ, জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক, যুবদল নেতা ঈমন বিশ্বাস প্রমূখ।
এ সময় মন্দিরের পুরোহিতদের হাতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপহার তুলে দেন মেহেরপুর পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস।
পূজা ম-প পরিদর্শন কালে পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস বলেন - সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ উৎসব যেন তারা নির্ভয়ে, সুষ্ঠু- সুন্দর ভাবে, উৎসবমুখর পরিবেশে উদযাপন করতে পারে সে জন্য বিএনপির নেতা কর্মীরা সবসময় কাজ করছে।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্যের মেহেরপুর জেলা শাখার আহবায়ক শ্রী মাধব ভাস্কর বলেন, মেহেরপুর জেলার ৩৮ টি পূজামণ্ডপে দুর্গা উৎসব উদযাপিত হচ্ছে। বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও স্থানীয় সকল জাতিধর্মের মানুষ আমাদের সহযোগিতায় শারদীয় দুর্গোৎসব সুন্দরভাবে উদযাপন হচ্ছে।