বাসস
  ১২ অক্টোবর ২০২৪, ১৩:৩৮
আপডেট : ১২ অক্টোবর ২০২৪, ১৬:২৭

পিরোজপুরে দেশীয় অস্ত্র ও মাদকসহ ৪ জন আটক

পিরোজপুর, ১২ অক্টোবর, ২০২৪ (বাসস): সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে পিরোজপুরের মঠবাড়িয়ায় দেশীয় অস্ত্র, মাদক, চোরাই মোবাইল ফোন ও নগদ অর্থসহ ৪ মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে।


শনিবার ভোর রাত ৪টায়  উপজেলার ধানীসাফা ইউনিয়নের বাদুরগাছা গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়।


এ সময়  আটকদের  কাছ থেকে ৪ টি রামদা, ১টি চাপাতি, ১টি চাইনিজ কুড়াল, ১৩৫ পিস ইয়াবা বড়ি, ২০ গ্রাম গাঁজা, নগদ ১৫ হাজার ৯০০ টাকা, ৮ টি চোরাই মোবাইল ফোন এবং ১টি ক্যামেরা উদ্ধার করা হয়।


 আটকরা হল- ধানীসাফা  ইউনিয়নের  মোঃ হেলাল উদ্দিনের ছেলে হাফিজুর রহমান ওরফে হাসিব (১৯), নাসির শিকদারের ছেলে নাজমুল শিকদার ওরফে কালিয়া (২৭), কুদ্দুস মুন্সির ছেলে মোঃ ফাহাদ (১৯) এবং রিপন হাওলাদারের ছেলে তৌহিদুল ইসলাম (১৯)। এদের মধ্যে হাসিবের বিরুদ্ধে তিনটি এবং কালিয়ার বিরুদ্ধে হত্যাসহ ৭ টি মামলার হয়েছে। আটকরা সবাই ওই এলাকার চিহ্নিত মাদক বিক্রেতা বলে জানিয়েছে পুলিশ।


মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঠবাড়িয়া সেনা ক্যাম্প কমান্ডার এর নেতৃত্বে বাদুরগাছা গ্রামে অভিযান চালিয়ে মাদক, ধারালো অস্ত্র, নগদ অর্থ, চোরাই মোবাইল ফোন ও ক্যামেরা উদ্ধার করা হয়।


এ ঘটনায় মঠবাড়িয়া থানায় একটি মামলা প্রক্রিয়াধীন।