বাসস
  ১২ অক্টোবর ২০২৪, ২৩:৫৭
আপডেট  : ১৩ অক্টোবর ২০২৪, ০০:০৩

তাঁতিবাজারে পূজামণ্ডপের কাছে ছিনতাইয়ের ঘটনায় মামলা

ঢাকা, ১২ অক্টোবর, ২০২৪ (বাসস): রাজধানীর তাঁতিবাজারের পূজামণ্ডপের কাছে ছিনতাইয়ের ঘটনায় মামলা দায়ের হয়েছে।
আজ শনিবার সন্ধ্যায় রাজধানীর কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রুশদ হাসান বাদি হয়ে মামলাটি দায়ের করেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বাসসকে এ তথ্য জানান।
তিনি বলেন, আসামিরা শুক্রবার রাতে (১১ অক্টোবর) তাঁতিবাজারে  একটি পূজামণ্ডপের কাছে অজ্ঞাতনামা এক নারীর গলা থেকে চেইন ছিনতাই করে নিয়ে যায়। পরে ছিনতাইকারীরা কৌশলে পালানোর চেষ্টা করে। পুলিশ সদস্যরা আসামিদের আটক করতে সক্ষম হয়। এ সময় তাদের কাছ থেকে  তরল পদার্থ ভর্তি একটি বোতল উদ্ধার করা হয়।
কোতোয়ালি থানার ওসি এনামুল হক আরো বলেন, ছিনতাইয়ের ঘটনায় গতকাল রাতে ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। তারা হলেন- দীপ্ত দে (২৬), ঝন্টু ধর (৫০), খোকন ধর (৪০), সাগর ঘোষ (২৬) ও মো. রমিজ উদ্দিন (৩০)। তারা স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন।