বাসস
  ১৩ অক্টোবর ২০২৪, ০০:১০
আপডেট : ১৩ অক্টোবর ২০২৪, ০৪:৫৯

সংসদ সচিবালয়ের যুগ্মসচিব কিবরিয়া মজুমদার বিজিবির হাতে আটক

ঢাকা, ১২ অক্টোবর, ২০২৪ (বাসস): ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় জাতীয় সংসদ সচিবালয়ের যুগ্ম সচিব এ কে এম জি কিবরিয়া মজুমদারকে আটক করেছে বিজিবি।

বিজিবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ দুপুরে বিজিবি'র সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)'র অধীনস্থ সালদা নদী বিওপির সীমান্ত পিলার ২০৫০/৮-এস-এর কাছে পুটিয়া নামক স্থান দিয়ে ভারতে অনুপ্রবেশের উদ্দেশ্যে সীমান্ত এলাকায় ঘোরাঘুরি করার সময় বাংলাদেশি নাগরিক এবং জাতীয় সংসদ সচিবালয়ের যুগ্মসচিব এ কে এম জি কিবরিয়া মজুমদারকে আটক করেছে বিজিবি। 

আটককৃত কিবরিয়া মজুমদার কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কোমরকড়া গ্রামের মৃত মফিজ উদ্দিন আহাম্মদ মজুমদারের ছেলে।

আটককৃত কিবরিয়া বিজিবির জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, তিনি জাতীয় সংসদ সচিবালয়ের যুগ্মসচিব হিসেবে কর্মরত আছেন। সম্প্রতি ঘটে যাওয়া বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হওয়ায় তিনি পালিয়ে ভারতে যাওয়ার উদ্দেশ্যে সীমান্ত এলাকায় আসেন। 

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, পাসপোর্টবিহীন অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টার দায়ে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে তাকে োেব্রাহ্মণবাড়ীয়ার কসবা থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।