বাসস
  ১৪ অক্টোবর ২০২৪, ১৬:১৬

জাপান সফরে গেলেন বিমান বাহিনী প্রধান


ঢাকা, ১৪ অক্টোবর, ২০২৪ (বাসস) : বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন সস্ত্রীক এবং দুজন সফরসঙ্গীসহ এক সরকারি সফরে আজ জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।


আইএসপিআর জানায়, বাংলাদেশ বিমান বাহিনী প্রধান চীফ অব স্টাফ অব জাপান সেল্ফ ডিফেন্স ফোর্স, জেনারেল উচিকুরা হিরোয়াকি’র আমন্ত্রণে ১৪ থেকে ১৮ অক্টোবর জাপান সফর করবেন।


সফরকালে বিমান বাহিনী প্রধান জাপানে অনুষ্ঠেয় ‘এয়ার ফোর্স ফোরাম ইন জাপান (এএফএফজে)’ অনুষ্ঠান উপলক্ষে ‘ইন্দো-প্যাসিফিক এয়ার চিফস কনফারেন্স ইন টোকিও (ইনপিএসিটি)’-সহ বিভিন্ন কর্মসূচিতে যোগদান করবেন।


এই অনুষ্ঠানে বিভিন্ন দেশের বিমান বাহিনীর প্রধান, ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা যোগদান করবেন। এছাড়াও বিমান বাহিনী প্রধান অংশগ্রহণকারী বিশ্বের বিভিন্ন দেশের বিমান বাহিনী প্রধানদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করবেন।


বিমান বাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও জাপানের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে যা পেশাগত খাতে পারস্পরিক সহযোগিতার পরিধি সম্প্রসারিত করবে।


বিমান বাহিনী প্রধান সফর শেষে আগামী ১৮ অক্টোবর দেশে ফিরবেন।