বাসস
  ১৫ অক্টোবর ২০২৪, ১৩:৩৫

নাটোরে বিশ্ব সাদাছড়ি দিবস পালন

নাটোর, ১৫ অক্টোবর, ২০২৪ (বাসস) : ‘হাতে দেখলে সাদাছড়ি, এগিয়ে এসে সহায়তা করি’-এ প্রতিপাদ্য বিষয়ে আজ মঙ্গলবার জেলায় বিশ্ব সাদাছড়ি দিবস পালন করা হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ মাছুদুর রহমান।

আলোচনা সভায় বক্তারা বলেন, দৃষ্টি প্রতিবন্ধীসহ সকল প্রতিবন্ধী মানুষের জীবনমান উন্নয়নের মাধ্যমে দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে কাজ করছে সরকার। প্রতিবন্ধী ব্যক্তিদের জন্যে মাসিক ভাতা, অনুদান ও ঋণ কার্যক্রম, বিদ্যালয় স্থাপন, অভিভাবকদের জন্যে প্রশিক্ষণ, পিতৃ-মাতৃহীন প্রতিবন্ধী শিশু নিবাস, কর্মজীবীদের জন্যে পুরুষ ও মহিলা হোস্টেল নির্মাণসহ অসংখ্য কার্যক্রম পরিচালনা করছে সরকার।

সাদাছাড়ি দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের আতœমর্যাদা ও স্বাধীনতার প্রতীক। তাই প্রত্যেক দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির উচিৎ সাদাছড়ি ব্যবহার করা এবং অন্য ব্যক্তিদের উচিৎ তাদের চলাচলে সহযোগিতা করা বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন।

এ সময় জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ পরিচালক শামসুন্নাহার, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা ভক্ত প্রসাদ দাস প্রমুখ উপস্থিত ছিলেন
আলোচনা সভার আগে বর্ণাঢ্য শোভাযাত্রা কালেক্টরেট ভবন চত্বর থেকে বের হয়ে সড়ক প্রদক্ষিণ করে।