বাসস
  ১৫ অক্টোবর ২০২৪, ১৬:২৪

কুমিল্লা বোর্ডে এ বছর এইচএসসি পাসের হার ৭১দশমিক ১৫ শতাংশ

কুমিল্লা (উত্তর), ১৫ অক্টোবর, ২০২৪ (বাসস) : কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় পাসের হার শতকরা ৭১ দশমিক ১৫ শতাংশ। এতে জিপিএ-৫ পেয়েছেন ৭ হাজার ৯২২ শিক্ষার্থী। এ বোর্ডে গতবার পাসের  হার ছিলো ৭৫ দশমিক ৩৯ শতাংশ।


 আজ মঙ্গলবার(১৫ অক্টোবর) বেলা ১১টায় সাংবাদিকদের ব্রিফকালে বোর্ডের চেয়ারম্যান ড. নিজামুল করিম এসব তথ্য জানান।  এ সময় আরও উপস্থিত ছিলেন পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান, কলেজ পরিদর্শক জহিরুল ইসলাম পাটোয়ারী ও উপ-পরীক্ষা নিয়ন্ত্রক শহীদুল ইসলাম।


 পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান জানান, এ বছর কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলার ১ লাখ ১২ হাজার ৩১২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। 


এদের মধ্যে ৪৪ হাজার ৬৫ জন ছাত্র এবং ৬৪ হাজার  ২৪৭ জন ছাত্রী উত্তীর্ণ হয়েছেন।  গত বছরের চেয়ে এবারের ফলাফল কিছুটা খারাপ হয়েছে। গতবছর পাসের হার ছিলো ৭৫ দশমিক ৩৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিলো ৫ হাজার ৬৫৫ জন। তবে এ বছর ফলাফলে ছেলেদের চেয়ে এগিয়ে আছে মেয়েরা। মেয়েদের পাসের হার ৭৩ দশমিক ৭০ শতাংশ আর ছেলেদের পাশের হার ৬৭ দশমিক ৭৪ শতাংশ।