বাসস
  ১৬ অক্টোবর ২০২৪, ১৭:১৯

ঝালকাঠিতে ৩২ হাজার কিশোরীকে জরায়ুমুখ ক্যান্স্যার প্রতিরোধক টিকা দেয়া হবে

ঝালকাঠি, ১৬ অক্টোবর ২০২৪ (বাসস) : ‘এক ডোজ এইচপিভি টিকা নিন, জরায়ুমুখ ক্যান্সার রুখে দিন’ শীর্ষক শ্লোগানকে সামনে রেখে প্রথমবারের মতো আগামি ২৪ অক্টোবর থেকে শুরু হচ্ছে মাসব্যাপী এইচপিভি টিকাদান ক্যাম্পেইন। এ কর্মসূচি চলাকালে সরকারী ছুটির দিন ব্যতীত প্রতি কর্মদিবসে জেলার ৩২ হাজার ৪৫২ জন কিশোরীকে জরায়ুমুখ ক্যান্স্যার প্রতিরোধক টিকা প্রদান করা হবে।

আজ বুধবার বেলা ১১ টায় সিভিল সার্জনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঝালকাঠির সিভিল সার্জন ডা. এইচ এম জহিরুল ইসলাম।

সংবাদ সম্মেলনে জানানো হয়, পঞ্চম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত অধ্যায়নরত ছাত্রীদের আগামি ২৪ অক্টোবর থেকে ৭ নভেম্বর পর্যন্ত এবং ১০ বছর থেকে ১৪ বছর বয়সী শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত কিশোরীদের আগামি ৯ নভেম্বর থেকে ২৪ নভেম্বর পর্যন্ত এ টিকা দেয়া হবে। টিকা পেতে আগ্রহীদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে নিবন্ধন করতে হবে।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে ইউনিসেফ-এর আঞ্চলিক স্বাস্থ্য কর্মকর্তা আহসানুল ইসলাম, বরিশাল বিভাগীয় ইমিউনাইজেশন কর্মকর্তা মোহাম্মদ সানিয়াৎ আলম চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।