শিরোনাম
নাটোর, ১৭ অক্টোবর, ২০২৪ (বাসস) : জেলার হালতি বিল এলাকা থেকে জব্দকৃত ছয় লাখ টাকা মূল্যমানের অবৈধ চায়না দোয়ারী জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকল দশটায় উপজেলা পরিষদ চত্বরে এসব জাল পোড়ানো হয়।
গতকাল দিনভর অভিযান পরিচালনা করে হালতি বিল অধ্যুষিত খাজুরা খেয়াঘাট থেকে ৯৭টি, ইয়ারপুর খাল থেকে ২৬টি এবং মাধনগরের বানিয়াপুকুর থেকে ২০টি জাল জব্দ করা হয়।
নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান আকরামুল হক মৎস্য বিভাগ পরিচালিত অভিযানের নেতৃত্ব দেন।
নলডাঙ্গা উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার জানান, জব্দকৃত ১৪৩টি অবৈধ জালের দৈর্ঘ্য প্রায় তিন হাজার মিটার।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক দেওয়ান আকরামুল হক জানান, মৎস্য ভান্ডার খ্যাত হালতি বিলে মৎস্য সম্পদের মৎস্য সুরক্ষা প্রদানে অভিযান অব্যাহত থাকবে।