বাসস
  ১৭ অক্টোবর ২০২৪, ১৯:১৩

৪৩তম বিসিএস’র ‘নিয়োগ-প্রজ্ঞাপন’ বাতিলের দাবি বিএনপি’র


ঢাকা, ১৭ অক্টোবর, ২০২৪ (বাসস): বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ৪৩তম বিসিএস’র ‘নিয়োগ-প্রজ্ঞাপন’ এবং ৪৪, ৪৫ ও ৪৬তম বিসিএস পরীক্ষার সকল প্রক্রিয়া বাতিলের দাবি করেছে।


বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ আজ বৃহস্পতিবার রাজধানীর গুলশানস্থ ‘চেয়ারপার্সনের কার্যালয়ে’ এক সংবাদ সম্মেলনের মাধ্যমে দলের পক্ষ থেকে এ দাবি জানান।


তিনি বলেন,পতিত স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের দোসর হিসেবে দায়িত্ব পালনকারী এবং শিক্ষার্থী জনতার গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে পদত্যাগকারী দলকানা ‘পাবলিক সার্ভিস কমিশন’র (পিএসসি) সম্পূর্ণ দলীয় বিবেচনায় বিসিএস ৪৩তম ব্যাচের চুড়ান্ত নিয়োগের জন্য সুপারিশকৃত ২ হাজার ৬৪ জন প্রার্থীকে বর্তমান অন্তর্বর্তী সরকার বিভিন্ন ক্যাডারে নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে। অসংখ্য প্রাণের বিনিময়ে প্রতিষ্ঠিত অন্তর্বর্তী সরকার ‘দলকানা পিএসসি’র দলীয় বিবেচনায় নিয়োগের সুপারিশ’র পরিপ্রেক্ষিতে প্রজ্ঞাপন জারি’র মাধ্যমে নিয়োগ প্রদানের প্রক্রিয়া দেশের মানুষকে হতভম্ব ও চরমভাবে হতাশ করেছে। এ নিয়ে জনমনে প্রচন্ড ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।


সালাহ উদ্দিন আহমদ বলেন, ‘আমরা মনে করি, যাচাই-বাছাই ছাড়াই ঢালাওভাবে সুপারিশকৃত সদ্য বিদায়ী শাসকদলীয় প্রার্থীদের রাষ্ট্রীয় প্রশাসনে নিয়োগ দান করা হলে তা হবে চরম আত্মঘাতী সিদ্ধান্ত। দেশের হাজার-হাজার যোগ্য ও মেধাবী প্রার্থীদের বঞ্চিত করে দলীয় ভিত্তিতে বিবেচিত ও সুপারিশকৃত ৪৩তম বিসিএস’র নিয়োগ বাতিল করার জন্য আমরা দেশ ও জাতির পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।’


এছাড়াও, সংবাদ সম্মেলনে বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য  ৪৪, ৪৫ ও ৪৬তম বিসিএস পরীক্ষার সকল প্রক্রিয়া বাতিলের দাবি জানিয়ে বলেন, ‘আমরা জানতে পেরেছি পতিত স্বৈরাচার শেখ হাসিনা’র সরকারের সময়ে আবেদনকৃত ৪৪ তম বিসিএস’র ৯ হাজার জনকে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হয়েছিলো এর মধ্যে ৩ হাজার জনের মৌখিক পরীক্ষা সম্পন্ন হয়েছে। তাছাড়া, ৪৫তম বিসিএস’র লিখিত উত্তরপত্রের মূল্যায়ন প্রায় শেষ পর্যায়ে। অপর দিকে ৪৬তম বিসিএস’র প্রিলিমিনারি পরীক্ষা সম্পন্ন হয়েছে তিন মাস পূর্বে।


সালাহ উদ্দিন আহমেদ বলেন, ‘আমরা দাবি করছি রাষ্ট্রীয় প্রশাসনে প্রবেশে ফ্যাসিবাদী আওয়ামী গোষ্ঠীর এবং সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের ক্যাডার বাহিনীকে নিবৃত্ত করার লক্ষ্যে এই তিনটি বিসিএস’র নিয়োগ প্রক্রিয়া পুরোপুরি বাতিল করা হোক। নইলে, ‘জুলাই-আগস্ট’ বিপ্লবের মাধ্যমে অর্জিত দ্বিতীয় স্বাধীনতাকে অর্থবহ করে তুলতে এ দেশের মানুষ ফ্যাসিবাদের দোসরদের যে কোন মূল্যে রুখে দিতে বাধ্য হবে।’


‘আমাদের মনে রাখতে হবে, এ বিষয়ে আপোষ করার বিন্দুমাত্র সুযোগ নেই’ এ কথা উল্লেখ করে বএনপি’র এই নেতা বলেন, ‘যে মুহুর্তে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পক্ষ থেকে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করার জোর দাবি জানানোর হচ্ছে , ঠিক সেই মুহুর্তে অন্তর্বর্তী সরকার ৪৩তম বিসিএস’র ঢালাও নিয়োগদানের মাধ্যমে সেই সন্ত্রাসী সংগঠনের সদস্যদের সরকারি প্রশাসনের বিভিন্ন শাখায় উচ্চতর পদে পুনর্বাসন করার অন্তর্ঘাতমূলক সিদ্ধান্ত নিচ্ছে। যা জাতীয় স্বার্থ ও নিরাপত্তার পরিপন্থী এবং কিছুতেই গ্রহণযোগ্য নয়।’


সালাহ উদ্দিন আহমেদ ‘৪৩তম বিসিএস’র চুড়ান্ত নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিএনপি’র পক্ষ থেকে মতামতও দিয়েছেন। তিনি জানান, অতীতে ২৭তম বিসিএস’র চুড়ান্ত নিয়োগ বাতিলের নজির রয়েছে। ২০০৭ সালে ২৭তম বিসিএস’র যে চূড়ান্ত ফলাফল দেওয়া হয়েছিল,পরবর্তীতে সেই ফলাফল বাতিলও করা হয়েছিল। পুনরায় মৌখিক পরীক্ষা গ্রহণ করে ২৭তম বিসিএস’র চুড়ান্ত নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়।’


তিনি বলেন,‘বিএনপি’র পক্ষ থেকে ওই একই প্রক্রিয়া অনুসরণের মাধ্যমে ৪৩তম বিসিএস’র চুড়ান্ত নিয়োগের জাস্টিস এনসিউর’র প্রেসক্রাইভ করা হয়েছে। একই সঙ্গে ৪৪, ৪৫ ও ৪৬তম বিসিএস পরীক্ষা বাতিল করে নতুন করে পরীক্ষা নেয়ার কথা বলেছি। আমরা নতুন করে আবেদনকারীদের আবেদন করতে বলছি না।’


বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিহ উল্লাহ এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।