শিরোনাম
নাটোর, ১৯ অক্টোবর, ২০২৪ (বাসস) : জরায়ু ক্যান্সার প্রতিরোধে কিশোরীদের এইচপিভি টিকাদান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নাটোর পৌরসভায় টিকাদান প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।
আজ শনিবার সকাল দশটায় পৌরসভার মিলনায়তনে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনকরেন মেডিকেল অফিসার ডা. অংশুমান সরকার।
উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন এবং বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের যুগ্ম সম্পাদক জুলফিকুল হায়দার বাবু।
আগামী ২৪ অক্টোবর থেকে ৬ নভেম্বর পর্যন্ত ১৪ বছর বয়সী কিশোরীদের এইচপিভি টিকাদান কার্যক্রম শুরু হতে যাচ্ছে। স্কুল পর্যায়ে পৌরসভার ৩৯টি শিক্ষা প্রতিষ্ঠানে তিন হাজার ৮৮১ জন কিশোরী শিক্ষার্থীকে টিকা প্রদান করা হবে।
এ ছাড়া আগামী ৭ নভেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত পৌরসভার একটি স্থায়ীসহ মোট নয়টি টিকাদান কেন্দ্রে কমিউনিটির ৬৪৫জন কিশোরীকে টিকা প্রদান করা হবে।
বর্তমানে এর নিবন্ধন কার্যক্রম চলছে।