বাসস
  ১৯ অক্টোবর ২০২৪, ২১:২৪

কমনওয়েলথ শীর্ষ সম্মেলনের যোগ দিতে সামোয়া যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা

 

ঢাকা, ১৯ অক্টোবর, ২০২৪ (বাসস) : পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন আসন্ন কমনওয়েলথ সরকার প্রধানদের বৈঠকে (সিএইচওজিএম) যোগ দিতে আজ রাতে সামোয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। পররাষ্ট্র উপদেষ্টা মাঝরাতে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করবেন। সামোয়া পৌঁছানোর আগে তিনি নিউজিল্যান্ডে যাত্রাবিরতি করবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা আজ সন্ধ্যায় বাসস’কে একথা নিশ্চিত করেছেন।

সামোয়ার রাজধানী আপিয়ায় ২১ থেকে ২৬ অক্টোবর ২০২৪ সিএইচওজিএম অনুষ্ঠিত হবে। প্রথমবারের মতো শীর্ষ সম্মেলনটি প্রশান্ত মহাসাগরীয় একটি উন্নয়নশীল ক্ষুদ্র দ্বীপরাষ্ট্রে আয়োজিত হতে যাচ্ছে।

শীর্ষ সম্মেলনের পাশাপাশি তৌহিদ হোসেন অন্যান্য কমনওয়েলথ দেশের পররাষ্ট্র মন্ত্রীদের সঙ্গে বেশ কয়েকটি দ্বিপক্ষীয় বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে।

তৌহিদ হোসেন বৃহস্পতিবার গণমাধ্যমকে জানান, সম্প্রতি  ভারতীয় বা পাকিস্তানি কর্মকর্তাদের সঙ্গে তার  বৈঠক হয়েছে। তাই এ সফরকালে তাদের সঙ্গে তার বৈঠকের কোন পরিকল্পনা নেই ।

সম্মেলনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের পক্ষে পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।

সিএইচওজিএম-এ আফ্রিকা, ক্যারিবিয়ান, আমেরিকা, ইউরোপ, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় ৫৬টি সদস্য রাষ্ট্র থেকে নেতা ও প্রতিনিধিরা একত্রিত হচ্ছেন।

শীর্ষ সম্মেলনের প্রাথমিক আলোচ্য বিষয় হল বহুপক্ষীয় সহযোগিতা বাড়ানো, নতুন সুযোগ অন্বেষণ করা ও পরবর্তী প্রজন্মের জন্য একটি কল্যাণকর ভবিষ্যত গড়ে তোলার জন্য সাধারণ চ্যালেঞ্জ মোকাবেলা করা।