শিরোনাম
ঢাকা, ১৯ অক্টোবর, ২০২৪ (বাসস): চব্বিশের গণঅভ্যুত্থানে ঢাকায় আহত পথশিশুদের চিকিৎসার দায়িত্ব নিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।
আজ শনিবার বিকেলে তারেক রহমানের পক্ষে রাজধানীর গুলিস্তানে বেশকয়েকজন পথশিশুর সঙ্গে দেখা করে তাদের চিকিৎসার সার্বিক দায়িত্ব নেওয়ার বার্তা পৌঁছে দেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার গণআন্দোলন চলাকালে রাজধানীর বিভিন্ন জায়গায় স্বৈরাচার শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে পথশিশুরাও রাজপথে নেমে এসেছিল। তারা অংশ নিয়েছিল ফ্যাসিবাদবিরোধী গণআন্দোলনে। ফ্যাসিস্ট হাসিনার সরকারের বিরুদ্ধে রাজপথে স্লোগান দিয়েছে এবং যুদ্ধ করেছে। এ সময়ে পুলিশের গুলিতে সুমন, ইব্রাহিম, হৃদয় ও বৃষ্টিসহ অনেকেই আহত হয়।
আহত পথশিশুদের চিকিৎসা এবং তাদের নিয়মিত খোঁজ-খবর রাখার জন্য শিশু সুমনকে একটি মোবাইল ফোন দেওয়া হয়।
এসময় ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক আতিকুর রহমান রুমন, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সংগঠনটির অন্যতম সদস্য মাসুদ রানা লিটন, মুসতাকিম বিল্লাহ, বিএনপি’র সহ-প্রচার সম্পাদক আসাদুল করিম শাহীন, স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ডা. জাহিদুল কবির, যুবদলের ডা. তৌহিদুর রহমান আউয়াল, সেচ্ছাসেবক দলের নেতা আরিফুর রহমান তুষার, ছাত্রদলের সহ-সভাপতি হাবিবুল বাশার, যুগ্ম-সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব ও হাসানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।