শিরোনাম
কিশোরগঞ্জ, ২০ অক্টোবর, ২০২৪ (বাসস) : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ কিশোরগঞ্জের রমজান মিয়া (জীবনের ) কবর জিয়ারত ও পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
রোববার সকাল ১০টায় কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার দিলালপুর ইউনিয়নের পাঠানহাটি গ্রামের বাড়িতে গিয়ে শহিদ রমজান মিয়া (জীবনের) কবর জিয়ারত করেন
কিশোরগঞ্জ জেলা জামায়াত ইসলামীর আমির অধ্যাপক মো. রমজান আলী। পরে তার পরিবারের খোঁজ খবর নেন ও স্থানীয় জামায়াতের পক্ষ থেকে কিছু অনুদান দেওয়া হয়।
জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ৫ আগস্ট রাজধানীর পল্টন থানার আওয়ামী লীগের অফিসের সামনে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন জীবন। ৬৫ দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় গত ৯ অক্টোবর বিকেলে শাহাদাত বরণ করেন ছাব্বিশ বছর বয়সী রমজান মিয়া জীবন।
কিশোরগঞ্জ জেলা জামায়াত ইসলামীর আমির অধ্যাপক মো. রমজান আলী বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রতিটি শহিদ পরিবারকে জামায়াতে ইসলামীর পক্ষ ২ লাখ টাকা করে অনুদান দেয়া রয়েছে। শহিদ জীবনের বিষয়টিও কেন্দ্রীয় সংগঠনকে জানানো হবে এবং ২ লাখ টাকা অনুদান এনে দেওয়ার আশ্বাস দেন।
এ সময় বাজিতপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির ডাক্তার ইয়াকুত আলী, সেক্রেটারি মাওলানা মোবারক হোসেন, দিলালপুর ইউনিয়নের আমির মো. নুর মিয়াসহ স্থানীয় জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।