বাসস
  ২১ অক্টোবর ২০২৪, ১৯:১৪

ঢাকা কপ-২৯ সম্মেলনে আলোচনায় ফলপ্রসূ অবদান রাখতে চায়: রিজওয়ানা


ঢাকা, ২১ অক্টোবর, ২০২৪ (বাসস): পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান আসন্ন কপ-২৯ সম্মেলনে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্ব আরোপ করে বলেছেন, জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলো বিশ্বব্যাপী জলবায়ু কর্মকর্মসূচিতে অগ্রভাগে রয়েছে।

তিনি বলেন, বাংলাদেশ কপ-২৯ সম্মেলনে অর্থপূর্ণ আলোচনায় অবদান রাখার অপেক্ষায় রয়েছে। জলবায়ু চ্যালেঞ্জ মোকাবেলায় বৈশ্বিক সহযোগিতা বিশেষ করে বাংলাদেশের মতো দেশের জন্য অত্যন্ত জরুরি।

ঢাকায় নিযুক্ত আজারবাইজানের রাষ্ট্রদূত এলচিন হুসেনলি বাংলাদেশ সচিবালয়ে আজ তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় পরিবেশ উপদেষ্টা এ মন্তব্য করেন।
আজারবাইজান আসন্ন কপ-২৯ শীর্ষ সম্মেলন আয়োজন করছে।

এদিকে, আজ এর আগে বাংলাদেশে অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনার নারদিয়া সিম্পসন পরিবেশ উপদেষ্টার সাথে দেখা করেন।

এসময় তারা পরিবেশ সুরক্ষা ও জলবায়ু সহিষ্ণুতার বিষয়ে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা করেন।

রিজওয়ানা বলেন, ‘বাংলাদেশের জলবায়ু সহিষ্ণুতা জোরদারের ক্ষেত্রে অস্ট্রেলিয়া গুরুত্বপূর্ণ অংশীদার। আমাদের জীববৈচিত্র্যকে রক্ষা এবং জলবায়ু-সম্পর্কিত বিপর্যয় থেকে জনগোষ্ঠীকে রক্ষা করার জন্য এ সহযোগিতা আরও গভীর করাই আমাদের লক্ষ্য।’

উভয় বৈঠকেই আন্তর্জাতিক অংশীদারিত্বের মাধ্যমে বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবেলায় বাংলাদেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়েছে। বৈঠকে আলোচনার মূল বিষয়গুলোর মধ্যে ছিল নদ-নদী ব্যবস্থার সংরক্ষণ এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি।

বৈঠকে পরিবেশ সচিব, পানি সম্পদ সচিব এবং মন্ত্রণালয় ও দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।