শিরোনাম
লক্ষ্মীপুর, ২২ অক্টোবর, ২০২৪ (বাসস): ছাত্র জনতার অঙ্গীকার,নিরাপদ সড়ক হোক সবার এ স্লোগান নিয়ে লক্ষ্মীপুরে আজ পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস।
এ উপলক্ষে বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষার্থী,শিক্ষক ও অভিভাবকের সমন্বয়ে সচেতনতা সভা-সেমিনার অনুষ্ঠিত হয়েছে। লক্ষ্মীপুর জেলা প্রশাসন ও বিআরটিএ আয়োজনে আজ মঙ্গলবার সকাল ৯টায় শহরের দারুল উলুম কামিল মাদ্রাসার সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। বিআরটিএর সহকারী পরিচালক মো. কামরুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, দারুল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাও. নেছার আহমেদ, বাংলাদেশ সংবাদ সংস্থার জেলা সংবাদদাতা আব্বাছ হোসেন, অধ্যাপক কার্তিক সেন গুপ্ত ও নিরাপদ সড়ক আন্দোলনের সহ-সভাপতি সেলিম উদ্দিন নিজামী প্রমুখ।
পরে সড়কে দুূর্ঘটনা এড়াতে প্রজক্টরের মাধ্যমে সরকারের বিভিন্ন পরিকল্পনার সচিত্র চিত্র তুলে ধরা হয়। পাশাপাশি ট্রাফিক আইন মেনে চলার ওপর জোর দেয়া হয়। এছাড়া লক্ষ্মীপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় ও সরকারী মহিলা কলেজেও একই কর্মসূচি পালন করা হয়।