শিরোনাম
কেরানীগঞ্জ, ২২ অক্টোবর, ২০২৪ (বাসস): ডেঙ্গুর প্রকোপ রোধে কেরানীগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে।
সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে কার্যক্রমের উদ্বোধন করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা রইস আল রেজোয়ান। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম রেজা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজিজুল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মক মো: সাইফুল ইসলাম প্রমুখ।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা রইস আল রেজোয়ান বলেন আজকে যে মশক নিধন ও পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে সেটা একযোগে কেরানীগঞ্জের ১২ ইউনিয়নে চলমান থাকবে।