বাসস
  ২২ অক্টোবর ২০২৪, ১৯:২৯
আপডেট : ২২ অক্টোবর ২০২৪, ১৯:৪১

ব্রাহ্মণবাড়িয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে সবজি বীজ ও সার বিতরণ


ব্রাহ্মণবাড়িয়া, ২২ অক্টোবর ২০২৪ (বাসস): জেলায় কসবা উপজেলায় আজ সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ছয়শ’জন কৃষক-কৃষাণীর মঝ্যে বসতবাড়িতে আবাদযোগ্য আগামজাতের শীতকালীন সবজি উৎপাদনে বীজ ও সার বিতরন করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপজেলা কার্যালয়ের উদ্যোগে এসব বীজ ও সার বিতরণ করা হয়। 

কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ শাহরিয়ার মুক্তারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপজেলা মৎস্য কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তারেক মাহমুদ, উপজেলা কৃষি কর্মকর্তা হাজেরা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন। 

উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার উপকারভোগী কৃষক-কৃষাণীদের মধ্যে ৯টি জাতের সবজি বীজ ও জনপ্রতি দশকেজি করে সার বিতরন করা হয়। বিতরণকৃত বীজের মধ্যে রয়েছে- আগাম জাতের টমেটো, বেগুন, পালংক শাক, ডাটা শাক, লাল শাক, শিম, লাউ, মিষ্টি কুমড়া ও কলমি শাকের বীজ।