বাসস
  ২৪ অক্টোবর ২০২৪, ১৩:২৫

জয়পুরহাটে 'ছাত্র -কৃষক' কর্ণার চালু

জয়পুরহাট, ২৪ অক্টোবর, ২০২৪ (বাসস): সিন্ডিকেট ভেঙে ন্যায্যমূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য ভোক্তাদের বিক্রয়ের জন্য জয়পুরহাটে বৈষম্যবিরোধী  ছাত্র আন্দোলনের উদ্যোগে আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে 'ছাত্র -কৃষক' কর্ণার চালু করা হয়েছে।

ন্যায্য মূল্যে পণ্য বিক্রির জন্য জয়পুরহাট শহিদ ডাঃ আবুল কাশেম ময়দানে ওই 'ছাত্র -কৃষক ' কর্ণার স্থাপন করা হয়েছে।

'ছাত্র-কৃষক' কর্ণারের উদ্যোক্তা জয়পুরহাট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে হাসিবুল ইসলাম জানান, সিন্ডিকেটের কারণে বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। এতে করে কৃষকরা তাদের পণ্যের ন্যায্য দাম পায়না। আবার লাভবান হচ্ছে মধ্যসত্বভোগীরা। সেই কারণে বাজার সিন্ডিকেট ভেঙে ন্যায্যমূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। এখানে ছাত্ররা কৃষকের নিকট থেকে সরাসরি পণ্য কিনে সাধারণ ভোক্তাদের মধ্যে বিক্রি করছে। এক্ষেত্রে কৃষক ও ভোক্তা উভয় পক্ষ উপকৃত হচ্ছে। ছাত্র -কৃষক কর্ণারে বর্তমান বাজার দর অনুযায়ী ৫০ টাকার প্রতি পিস লাউ বিক্রি করা হচ্ছে ৪০ টাকায়, ৪০ টাকা কেজির ঝিঙা ২২ টাকায়, ৫০ টাকা কেজির কাকরোল ৪০ টাকা, ৫০ টাকা কেজির মুলা ৪০ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে । বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জয়পুরহাটে দায়িত্ব পালনকারীদের মধ্যে নিয়ামুর রহমান নিবিড়, মোবাশ্বের আলী ও ফারদিন এহসান 'ছাত্র -কৃষক ' কর্ণার সমন্বয় করছে। সার্বিক তত্বাবধানে রয়েছে বাজার মনিটরিং স্পেশাল টাস্ক ফোর্স। ছাত্র -কৃষক কর্ণারে বর্তমানে সবজি, ডিম, চাল ও আলু বিক্রি করা হচ্ছে। ছাত্র -কৃষক কর্ণারে পণ্য কিনতে আসা হাফিজার রহমান জানান, এখানে বাজার থেকে ১০-১২ টাকা কম দামে পণ্য পাওয়া যাচ্ছে। এতে তিনি খুশি বলে জানান। ছাত্র -কৃষক কর্ণারের কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানান আরেক ভোক্তা শাহ আলম।