বাসস
  ২৬ অক্টোবর ২০২৪, ১৯:৩৭

চাঁপাইনবাবগঞ্জ থেকে বিশেষ কৃষি ট্রেন চলাচল শুরু

চাঁপাইনবাবগঞ্জ, ২৬ অক্টোবর, ২০২৪ (বাসস) : কৃষিপণ্য বহনের জন্য প্রথম বিশেষ ট্রেনটি আজ সকালে চাঁপাইনবাবগঞ্জের রোহনপুর রেলস্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়েছে।

সুলভ মূল্যে সবজি, মাছ ও মাংসসহ কৃষিপণ্য ঢাকায় পরিবহনের জন্য বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চল ট্রেনটি বরাদ্দ দিয়েছে।

রোহনপুর রেলওয়ে স্টেশন মাস্টার জুনায়েদ আল মামুন বলেন, স্পেশাল ট্রেনে জেনারেল ভ্যানের পাশাপাশি ফ্রিজ লাগেজ ভ্যানেরও ব্যবস্থা রয়েছে। 

প্রতি শনিবার ট্রেনটি চলবে জানিয়ে তিনি বলেন, প্রতি কেজি পণ্য বহনের মূল্য নির্ধারণ করা হয়েছে ১.৩০ টাকা।

ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জ জেলার রোহনপুর স্টেশন থেকে সকাল ৯টা ১৫ মিনিটে রওয়ানা দিয়ে বিকেল ৫টা ২০ মিনিটে ঢাকার তেজগাঁও স্টেশনে পৌঁছাবে । প্রারম্ভিক স্থান থেকে ট্রেনটির নাচোল, আমনুরা, কাকনহাট, রাজশাহী, সারদাহ রোড, আড়ানী, আব্দুলপুর, আজিমনগর, ঈশ্বরদী বাইপাস, চাটমোহর, বড়াল ব্রিজ, জয়দেবপুর ও ঢাকা বিমানবন্দর স্টেশনে ১৩টি বিরতি থাকবে।

কৃষি পণ্যের চাষি ও ব্যবসায়ীরা যাতে সড়কপথে পচনশীল পণ্য বহনের ঝুঁকি এড়াতে পারেন, সেজন্য ট্রেনটি চালু করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।