শিরোনাম
ঢাকা, ২৬ অক্টোবর, ২০২৪ (বাসস) : ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, বিশ্ববাসীকে ফিলিস্তিনের নির্যাতিত ও গৃহহীন জনসাধারণের সাহায্যে এবং তাদের মানবাধিকার সুরক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। মুসলিম বিশ্বকে ফিলিস্তিনীদের সহায়তায় আরো ঐক্যবদ্ধ হতে হবে।
আজ বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে পয়েট্রি ফর প্যালেস্টাইন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
ঢাকাস্থ ইরান দূতাবাসের কালচারাল কাউন্সিলর সাইয়্যেদ রেজা মীর মোহাম্মদীর সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শাহ্ কাওসার মুস্তাফা আবুলউয়ালী, মিডিয়া ব্যক্তিত্ব মজিবুর রহমান মঞ্জু প্রমুখ বক্তৃতা করেন।
ধর্ম উপদেষ্টা খালিদ হোসেন বলেন, ফিলিস্তিন আমাদের অন্তর, মন ও আত্মার সাথে মিশে আছে। আমরা ফিলিস্তিনকে ভালোবাসি এবং সে দেশের নির্যাতিত জনসাধারণের প্রতি আমাদের সহমর্মিতা রয়েছে। আমরা তাদের ন্যায়সঙ্গত সংগ্রামকে সমর্থন করি।
ধর্ম উপদেষ্টা আরো বলেন, ফিলিস্তিনে গণহত্যা চালানো হচ্ছে। কিন্তু সমগ্র বিশ্ব নিরব আছে। ফিলিস্তিনী নারী, শিশু ও বয়োবৃদ্ধ নাগরিকদের আর্তনাদ কাউকে স্পর্শ করছে না। সবাই নির্বিকার হয়ে বসে আছে।
ড. খালিদ বলেন, ফিলিস্তিন পবিত্র ভূমি। এ ভূমিতে মুসলমানদের প্রথম কিবলা আল কুদস বা মসজিদুল আকসা রয়েছে। এই পবিত্র ভূমিতে শতাধিক নবী রাসুলের সমাধি রয়েছে। উপদেষ্টা এ ভূমির পবিত্রতা রক্ষায় মুসলিম বিশ্বকে সোচ্চার হওয়ার অনুরোধ জানান।
পরে উপদেষ্টা নির্বাচিত কবিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।