শিরোনাম
ঢাকা, ২৭ অক্টোবর, ২০২৪ (বাসস) : নগরীর বাংলামোটর এলাকায় বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে আজ কৃষি অলিম্পিয়াড ২০২৪-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কৃষি অলিম্পিয়াড যুব-নেতৃত্বাধীন সংগঠন এগ্রিন ফাউন্ডেশনের সহায়তায় কৃষি উদ্ভাবন ও শিক্ষায় অর্জন তুলে ধরতে এই অনুষ্ঠানের আয়োজন করে।
প্রধান উপদেষ্টার কার্যালয়ের এনজিও ব্যুরোর যুগ্ম সচিব মইনুল ইসলাম এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের উপ-সচিব অশোক কুমার রায় এবং জেনোফ্যাক্স লাইফ সায়েন্সের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান বিজ্ঞানী এবং কৃষাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. আবিদ চৌধুরী।
জুনিয়র, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের ২৫ জন অংশগ্রহণকারী অনুষ্ঠানে পুরস্কার গ্রহণ করেন।
‘যুব-নেতৃত্বাধীন টেক-স্যাভি লিডারশিপের মাধ্যমে একটি টেকসই বাংলাদেশ গঠন’ প্রতিপাদ্য নিয়ে অলিম্পিয়াড আধুনিক কৃষি অনুশীলনের মাধ্যমে খাদ্য নিরাপত্তা ও পুষ্টি সমৃদ্ধির ওপর জোর দেয়।
এটি চলতি বছরের ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত ঢাকার ২০টি স্কুল ও কলেজের প্রায় ৫ হাজার ৫ শ’ শিক্ষার্থী অংশগ্রহণ করে।
বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম এর কৌশলগত অংশীদার এবং রা’দিয়া ইনকর্পোরেটেড কমিউনিকেশন পার্টনার হিসেবে কাজ করেছে।
বিএএসইএফ ফাউন্ডেশন এতে সহ-অংশীদার হিসাবে আংশ নিয়ে ইভেন্টের সামগ্রিক সাফল্য এবং বাংলাদেশের জন্য একটি প্রযুক্তিগতভাবে ক্ষমতায়িত এবং টেকসই ভবিষ্যত গড়ে তোলার লক্ষ্যে অবদান রেখেছে।