বাসস
  ২৮ অক্টোবর ২০২৪, ২০:২৭
আপডেট : ২৮ অক্টোবর ২০২৪, ২০:৩৩

আদর্শ রাষ্ট্র গঠনে আলেম সমাজের ভূমিকা অপরিহার্য : ধর্ম উপদেষ্টা

দিনাজপুর, ২৮ অক্টোবর, ২০২৪ (বাসস): ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, আদর্শ রাষ্ট্র গঠনে আলেম সমাজের ভূমিকা অপরিহার্য। আলেম সমাজ হলেন আলোকবর্তিকা। তারা সমাজে আলো বিকিরণ করেন। মানুষকে আলোর পথে আহ্বান করেন। 

আজ বিকেলে দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে আল জামিয়াতুল ইসলামিয়া আল-আজীজিয়া আনওয়ারুল উলুম মাদ্রাসা মাঠে ‘সাম্প্রদায়িক সম্প্রীতি তৈরি ও দুর্নীতি প্রতিরোধে ওলামায়ে কেরামদের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা খালিদ হোসেন আরো বলেন, আলেমদের সাথে জনগণের সম্পৃক্ততা আছে। বাংলাদেশে প্রায় সাড়ে তিন লাখ মসজিদ আছে। এ সকল মসজিদের মুসল্লীদের সাথে আলেমদের নিবিড় যোগাযোগ আছে। ওলামায়ে কেরামদের এই জনসম্পৃক্ততাকে দেশ গঠনে কাজে লাগাতে হবে।

মাদ্রাসার গুরুত্ব তুলে ধরে ধর্ম উপদেষ্টা বলেন, মাদ্রাসাগুলো আছে বলেই ইসলাম টিকে আছে, মানুষের মুখে দাঁড়ি ও মাথায় টুপি আছে। রমজান মাসে মসজিদগুলো মুসল্লীতে ভরে যায়। ওলামায়ে কেরামেরা দুর্নীতি করেন না, দেশের টাকা বিদেশে পাচার করেন না। উপদেষ্টা দুর্নীতিমুক্ত দেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা রাখার জন্য ওলামায়ে কেরামদের প্রতি অনুরোধ জানান।

ওস্তাদের খেদমতের তাৎপর্য তুলে ধরে ড. খালিদ বলেন, ওস্তাদের খেদমত ছাড়া কেউ বড় হতে পারে না। জীবনে বড় হতে হলে অবশ্যই ওস্তাদের খেদমত করতে হবে। তিনি আরো বলেন, মেধা আল্লাহর দান। এই মেধার সাথে আদব যোগ হলেই মানুষ বড় কিছু হতে পারে। তবে বেয়াদব হলে মেধাবী মানুষও ধ্বংস হয়ে যায়। তিনি মাদ্রাসার শিক্ষার্থীদের দৃষ্টিকে প্রসারিত করার অনুরোধ জানান।

মাওলানা শামসুল হুদা খানের সভাপতিত্বে সভায় উপদেষ্টার একান্ত সচিব ছাদেক আহমদসহ স্থানীয় ওলামায়ে কেরামেরা উপস্থিত ছিলেন। পরে উপদেষ্টা বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ওলামা মশায়েখ পরিষদ আয়োজিত ইসলামি মহাসম্মেলনে অংশগ্রহণ করেন।